মিসরের আবু সার-এ একটি প্রাচীন সমাধি অবিষ্কার করেছেন চেক প্রতœতত্ত¡বিদরা। ধারণা করা হচ্ছে, এটা সাড়ে ৪ হাজার বছর আগে মিসর শাসন করা ফারাও নে...
মিসরের আবু সার-এ একটি প্রাচীন সমাধি অবিষ্কার করেছেন চেক প্রতœতত্ত¡বিদরা।
ধারণা করা হচ্ছে, এটা সাড়ে ৪ হাজার বছর আগে মিসর শাসন করা ফারাও
নেফেরেফ্রে’র স্ত্রীর সমাধি। খবর আলজাজিরার।
কায়রোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আবু সার এলাকায় প্রাচীন রাজকীয় কবরস্থান রয়েছে। সেখানে ফারাওদের পঞ্চম বংশধরদের বেশ কয়েকটি পিরামিড রয়েছে। এর মধ্যে রয়েছে নেফেরেফ্রি’র পিরামিডও।
মিসরের পুরাতত্ত¡ বিষয়ক মন্ত্রী মামদো আল-দামাতি এক
বিবৃতিতে ওই সমাধি আবিষ্কারের কথা জানিয়েছেন। সমাধিটি আবিষ্কারের পূর্বে ওই
রাণীর নাম কেউ জানত না বলে জানিয়েছেন তিনি।
দামাতি জানান, ওই রাণীর নাম তৃতীয় ‘খেন্তাকাওয়েস’। এর আগে খেন্তাকাওয়েস নামে দুই রাণীর পরিচয় পাওয়া যায়।
নতুন আবিষ্কৃত সমাধির অভ্যন্তরীণ দেয়ালে মৃতের নাম ও পদবি খোদাই করা রয়েছে। সেখান থেকেই রাণীর নাম জানা গেছে।
এ ছাড়া রাজা নেফেরেফ্রে’র সমাধিক্ষেত্র থেকে সমাধিটি আবিষ্কৃত হওয়ায় তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চেক প্রতœতাত্তি¡ক দলটির প্রধান মিরোস্লাভ বার্তা।
সমাধিতে পঞ্চম ফারাওয়ের শাসনকালের তারিখ উল্লেখ রয়েছে। ২৯৯৪-২৩৪৫ খ্রীষ্টপূর্বে মিসর শাসন করেন পঞ্চম ফারাও নেফেরেফ্রে।
কায়রোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আবু সার এলাকায় প্রাচীন রাজকীয় কবরস্থান রয়েছে। সেখানে ফারাওদের পঞ্চম বংশধরদের বেশ কয়েকটি পিরামিড রয়েছে। এর মধ্যে রয়েছে নেফেরেফ্রি’র পিরামিডও।

দামাতি জানান, ওই রাণীর নাম তৃতীয় ‘খেন্তাকাওয়েস’। এর আগে খেন্তাকাওয়েস নামে দুই রাণীর পরিচয় পাওয়া যায়।
নতুন আবিষ্কৃত সমাধির অভ্যন্তরীণ দেয়ালে মৃতের নাম ও পদবি খোদাই করা রয়েছে। সেখান থেকেই রাণীর নাম জানা গেছে।
এ ছাড়া রাজা নেফেরেফ্রে’র সমাধিক্ষেত্র থেকে সমাধিটি আবিষ্কৃত হওয়ায় তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চেক প্রতœতাত্তি¡ক দলটির প্রধান মিরোস্লাভ বার্তা।
সমাধিতে পঞ্চম ফারাওয়ের শাসনকালের তারিখ উল্লেখ রয়েছে। ২৯৯৪-২৩৪৫ খ্রীষ্টপূর্বে মিসর শাসন করেন পঞ্চম ফারাও নেফেরেফ্রে।