নকল
বন্দুক নিয়ে নেদারল্যান্ডের একটি সংবাদ মাধ্যম ঢুকে পড়েছিলে এক তরুণ।
সেখানে সম্প্রচারের জন্য ১০ মিনিট সময় চেয়েছিল সে। ঠিক সে সময় সান্ধ্যকালীন
সংবাদ সম্প্রচার হচ্ছিল। এরকম পরিস্থিতির কারণে সেটিও বন্ধ করে দেয়া
হয়েছিল। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাত ১০টার দিকে হিলভারসাম
শহরের মিডিয়া পার্কে অবস্থিত ঐ সংবাদ মাধ্যমে এই ঘটনা ঘটে। সেখানকার
কর্মীরা ভয়ে পালিয়ে এসেছিল। স্যুট-টাই পরা ঐ তরুণের কাছে একটি লম্বা পিস্তল
ছিল। স্টুডিওতে ঢুকে সে সম্প্রচারের জন্য সময় আবেদন করে। পরে পুলিশ ভেতরে
ঢুকে তাকে গ্রেফতার করে। রাত ১১টার দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।
প্রসিকিউটররা জানিয়েছে, ১৯ বছর বয়সী ঐ ব্যক্তির নিবাস হেগের কাছাকাছি শহর পিজনাকারে। তার বিরুদ্ধে হুমকি, অস্ত্র বহন ও জিম্মি করার অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
নেদারল্যান্ডসের বিচার ও নিরাপত্তা মন্ত্রী ইভো অপসটেলটেন বলেছেন, ঐ তরুণ নিজের বুদ্ধিতেই এ ঘটনা ঘটিয়েছেন।
তরুণটির
উদ্দেশ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে ডাচ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,
তিনি একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্প্রতি বাবা-মা
হারিয়েছেন।
স্টুডিওতে
ঢোকার পর তিনি টেলিভিশনের কর্মীদের একটি চিঠি দেন, যাতে তাকে সরাসরি
সম্প্রচারে যেতে বাধা দিলে বোমা হামলা ও সাইবার আক্রমণের হুমকি দেওয়া হয়।
এর আগে ২০০২ সালে মিডিয়া পার্কে একটি বেতারে সাক্ষাৎকার দেওয়ার পর বিতর্কিত রাজনীতিক পিম ফরটান গুলিতে নিহত হন।
0 coment rios: