পুকুরে ইলিশ মাছ! তাও আবার এক হালি। চাষের মাছ ধরার জন্য জাল টানতে গিয়ে অন্যান্য মাছের সাথে যখন ধরা পড়ে ৪টি ইলিশ। মাছ দেখে সবাই হতবাক! একি স...

পুকুরে ইলিশ মাছ! তাও আবার এক হালি। চাষের মাছ ধরার জন্য জাল টানতে গিয়ে অন্যান্য মাছের সাথে যখন ধরা পড়ে ৪টি ইলিশ। মাছ দেখে সবাই হতবাক! একি সত্যি নাকি ভৌতিক। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে তালুকদার বাড়ীর সুলতান তালুকদারের পুকুরে। আর এই ইলিশ নিয়ে ঘটে তুলকালাম কান্ড। কেউ বলে ইলিশে ভুত আছে। কেউ বলে খাওয়া যাবে কেউ বলে যাবেনা। আজব এই ইলিশ মাছ শেষ অবধি খাওয়া হবে বেশ ঘটা করে। তবে কোন ভুতের আনাগোনা অদ্যাবধি মিলেনি। বিষটি নিয়ে এলাকাবসীর মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার দুপুরে মাছ ধরার জন্য সুলতান তালুকদারের পুকুড়ে জাল টান দেওয়া হয়। রুই সিলভার কাপ ট্যাংড়া মাছ সহ অন্যান্য মাছের সাথে উঠে আসে এই ইলিশ। পুকুরে ইলিশ পাওয়ার বিষয়টি জানাজানি হলে ভৌতিক বিষয় ভেবে অনেকটা চেপে যাওয়ার চেস্টা করা হয়। বালিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বার জানান, প্রায় ৫ / ৭ বছর আগে এই পুকুরটি খনন করা হয়। এরপর থেকে পুকুরে মাছ চাষ করা হয়। তবে এই পুকুরের আশে পাশে কোথাও নদী বা খাল নেই। শুক্রবার মাছ ধরার জন্য জাল টানা হলে অন্যান্য মাছের সাথে প্রায় চারটি ইলিশ মাছ উঠে আসে। চারটিতে প্রায় এক কেজির একটু বেশী হতে পারে। মাছ পাওয়ার সংবাদে এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়। তবে অজপাড়া গা হওয়ায় প্রশাসনিক তেমন কোন কর্মকর্তা না আসলেও আসে পাশের লোকজন ইলিশ দেখতে বাড়ীতে ভীড় জমায়। এ সময় অতিথি রাকিব হোসেন শুভ, জলি বেগম, তাসলিমা বেগম সহ অসংখ্য উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জিয়ানগর উপজেলা মৎস অফিসে যোগাযোগ করলে তাদেরকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি বলে জানান তারা।