জাপানে নতুন বছর উদযাপনের খাবার খেয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এদের সবাই দম আটকে মারা গেছে বলে জানিয়েছে এএফপি। এছাড়াও আরো ১৮ জনকে শ্বাস জন...
জাপানে নতুন বছর উদযাপনের খাবার
খেয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এদের সবাই দম আটকে মারা গেছে বলে জানিয়েছে
এএফপি। এছাড়াও আরো ১৮ জনকে শ্বাস জনিত গুরুতর সমস্যার কারণে হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
জাপানে ইংরেজি নববর্ষের দিন ঐতিহ্য অনুযায়ী
ভাতের তৈরি 'মোচি' নামের এক ধরণের কেক খাওয়া হয়। তাছাড়াও পারিবারিকভাবে
'ওজোউনি' নামের এক ধরণের সুপ তৈরি করা হয়। এই সুপের মধ্যে রাইস কেক ডুবিয়ে
খাওয়া হয়।
শুধুমাত্র টোকিওতেই নববর্ষের খাবার খেয়ে ১৮ জনকে শ্বাস জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনি জন মারা যায়।