
সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি করে বলে ভাটারা থানার পরিদর্শক মো. আবু বকর মিয়া জানান। বিএনপি-জামায়াতকর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় কুড়িল চৌরাস্তা এলাকার হাকিম প্লাজায় ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ ভাংচুর করা হয়। একটি পিকআপ ভ্যানে আগুন দেয় শিবিরকর্মীরা।
এটিম বুথের নিরাপত্তা কর্মী নাদিম বলেন, ১০/১২ জনের একটি দল ঝটিকা মিছিল নিয়ে বিশ্বরোড থেকে নর্দার দিকে যাওয়ার সময় এটিএম বুথ লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে।
এ সময় বুথের সামনের গ্লাস ভেঙে যায় এবং ভেতরে এক গ্রাহক ঢিল লেগে আহত হন।
পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে ওই নিরাপত্তাকর্মী জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতকর্মীরা এ সময় বেশ কয়েকটি হাতবোমা ফাটায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা সরে যাওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা সেখানে অবস্থান নেন।
কাছাকাছি সময়ে পল্টন টাওয়ারের সামনে শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে এক পুলিশ সার্জেন্টের মোটরসাইকের পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় ধাওয়া দিয়ে পুলিশ দুইজনকে আটক করে
0 coment rios: