২০১৪ সালটি বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক দুই চার ফারেনহাইট সহকারে দীর্ঘ-দিনের গড়ের উষ্ণতার রেকর্ডটিকেও গড়িয়েছে। খবর বিবিসি’র।
উষ্ণতা নিয়ে নাসা এবং নোয়া’র গবেষকদের করা বিশ্লেষটি গত শুক্রবার প্রকাশ করা হয়।
১৯৫১ এবং ১৯৮০ সালের মধ্যে সংগ্রহীত তথ্য থেকে দীর্ঘ-দিনের বৈশ্বিক তাপমাত্রার গড় নির্ণেয় করা হয়।
নাসা’র গোডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিস’র পরিচালক গ্যাভিন ইছমিডট
বলেন, আশংকাজনক তাপমাত্রার দশকে বছরটি ছিল সাম্প্রতিককালের মারাত্মক
উষ্ণতার।

0 coment rios: