দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলালিংক হ্যান্ডসেট কোম্পানি সিম্ফনির সঙ্গে যৌথ উদ্যোগে এবং গুগলের সহযোগিতায় গুগল অ্যানড্রয়েড ওয়ান হ্যান্ডসে...

গুগল অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম-এর
মাধ্যমে উন্নয়নশীল দেশের বাজারগুলোতে স্বল্প মূল্যে ভালো মানের আন্ড্রয়েড
হ্যান্ডসেট দিচ্ছে। অ্যান্ড্রয়েড ওয়ান ফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেম-এর সর্বশেষ ভার্সন এ আপগ্রেড হবার সুযোগ পাবে। এই ফোন, গ্রাহকদের
নিত্যনতুন ফিচার, অ্যাপস, আকর্ষনীয় ডিজাইন, সিকিউরিটি উপভোগের সুযোগ দিবে।
এখন বাংলাদেশের গ্রাহকরাও হ্যান্ডসেট নির্মাতা সিম্ফনির মাধ্যমে এই ফোন
হাতে পাবেন।
বাংলালিংক, গুগল অ্যানড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম
এর সিম্ফনি ’রোর এ ৫০’ হ্যান্ডসেটটি গ্রাহকদের হাতে তুলে দেবার জন্য
প্রি-বুকিং চালু করবে আজ সোমবার থেকে। প্রি-বুকিং এর জন্য আগ্রহী গ্রাহকদের
www.banglalink.com.bd/androidone এই সাইটটি ভিজিট করতে হবে এবং আগামী
জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ হ্যান্ডসেটটির বিতরণ শুরু হবে।
নতুন হ্যান্ডসেট ‘সিম্ফনি রোর এ ৫০’-এর সঙ্গে বাংলালিংক আকর্ষণীয় ডাটা অফার
করছে। প্রথম মাসে ব্রাউজিংয়ের জন্য এক গিগাবাইট ডাটা ফ্রি থাকবে এবং
পরবর্তী ৫ মাসের জন্য প্রতি মাসে ৩০০ মেগাবাইট থাকবে ফ্রি অ্যাপ্লিকেশন
ডাউনলোড এবং অপারেটিং সিস্টেম আপগ্রেডের জন্য। এই স্মার্টফোনটির
বাজারমূল্যে হবে ৮ হাজার ৭০০ টাকা এবং এর সাথে ৮ গিগাবাইট এর ফ্রি মেমোরি
কার্ড থাকবে।
বাংলালিংকের ইরাম ইকবাল বলেন, ‘বাংলালিংক নানাধরনের
সংযুক্তি ও নিত্যনতুন উদ্ভাবনের মধ্যদিয়ে তার গ্রাহকদের জীবনে ইতিবাচক
পরিবর্তন আনতে দৃঢ়প্রত্যয়ী।’ সিম্ফনির রেজওয়ানুল হক বলেন ‘আমরা সব সময়
গ্রাহকের জন্য সুলভ দামে টেকসই মডেলের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসি।
গ্রাহকদের নিত্যনতুন অভিজ্ঞতার সাথে পরিচিত করানো আমাদের লক্ষ্য।’