যশোরের মণিরামপুর উপজেলা যুবলীগের সদস্য শাহীন (৩৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিপুর ফাজিল মাদ্রাসার পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত শাহীন কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের দুটি গ্রুপ রয়েছে ওই এলাকায়। একটি গ্রুপের নেতৃত্ব দিতেন শাহীন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ জানান, নিহত শাহীন সন্ত্রাসী প্রকৃতির লোক ছিল। প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যার পর এলাকায় আতংক সৃষ্টির জন্য বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কী কারণে হত্যাকান্ড ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের দুটি গ্রুপ রয়েছে ওই এলাকায়। একটি গ্রুপের নেতৃত্ব দিতেন শাহীন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ জানান, নিহত শাহীন সন্ত্রাসী প্রকৃতির লোক ছিল। প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যার পর এলাকায় আতংক সৃষ্টির জন্য বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কী কারণে হত্যাকান্ড ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
0 coment rios: